পঞ্চগড় প্রতিনিধি \ জাতীয় বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল বুধবার সকালে নিজ কার্যালয়ের মাঠে বৃক্ষ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শফিউল আযম। এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদ-উজ-জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়াসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার দিনব্যাপী জেলা কার্যালয়ে ৫০টি, পাঁচ উপজেলায় ১০টি করে ৫০টি এবং ৯টি ক্লাব/সমিতিতে ১০ করে ৯০টিসহ সর্বমোট ১৯০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।