সোমবার , ১ আগস্ট ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচি শুরু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ শোকাবহ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে পঞ্চগড়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা এই কর্মসূচি শুরু করেছেন। আগষ্টের প্রথম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠপুত্র সদস্য শেখ রাসেলের স্মরণসভার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন।
গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় জেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এই কর্মস‚চির স‚চনা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শেখ রাসেলসহ সকল শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মাস্টার, ই্উনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল, ইউপি সদস্য মহসেনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা বলেন,“পৃথিবীর ইতিহাসের নৃশংসতম হত্যাকাÐ ১৫ আগস্ট। শোকাবহ আগস্ট উপলক্ষে আমরা মাসব্যাপী কর্মস‚চিতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের প্রত্যেক সদস্যদের স্মরণে প্রতিদিন স্মরণসভার আয়োজন করা হবে। আজ শোকাবহ আগস্টের প্রথমদিন বিশেষ করে স্মরণ করছি বঙ্গবন্ধু’র কনিষ্ঠপুত্র শেখ রাসেলকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে চুরির অভিযোগে গরু মালিক নিজেই জেলহাজতে ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

রক্তে যার নাটকের নেশা সাংস্কৃতিক অঙ্গনে কিংবদন্তি আমাদের কড়ি দা

পীরগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে আ’লীগের মেয়র প্রার্থী ঘষণা

কাহারোলে নদী ভাঙ্গন ও গৃহহারার আশঙ্কায় অনেক গুলো পরিবারের

আটোয়ারীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন

আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের ঘোষণা করতে হবে-অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পে স্থানীয় নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার, বেইজিংয়ের এফডিআই-এর ওপর ছায়া ফেলেছে

ঘোড়াঘাটে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভা

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন