উৎসাহ ও উদ্দীনপনার মধ্য দিয়ে দিনাজপুুরে দৈনিক করতোয়ার ৪৭ তম বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। ১২ আগষ্ট শুক্রবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোমেনুল হক, বিরল উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, অরবিন্দ শিশু হাসপাতালের সাধারন সম্পাদক শামীম কবির, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, দৈনিক উত্তরবাংলা নির্বাহী সম্পাদক জিনাত রহমান, শহর মহিলা আওয়ামীলীগের আহবায়ক খ্রীষ্টীনা লাভলি দাস, যুগ্ম আহবায়ক সেহেলী আক্তার ছবি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৪৬ বছরে দৈনিক করতোয়া পত্রিকার টেকনাফ থেকে তেতুলিয়ায় পর্যন্ত বিস্তৃতি ঘটেছে। যা উত্তরবঙ্গ থেকে প্রকাশিত অন্য কোন পত্রিকা এ অবস্থানে আসতে পারেনি। সম্পাদক মোজাম্মেল হকের সাহসীকতা ও দুরদর্শীতার কারনে আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে স্থান করে নিয়েছে। দৈনিক করতোয়ার বস্তুনিষ্ঠ নিরপেক্ষতা এবং আপোষহীন লেখনির কারনে দৈনিক করতোয়া আজ জনগনের আস্থা অর্জন করেছে।
দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি শাহারিয়ার শহিদ মাহবুব হিরু। এ ছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা আলেয়া বেগম স্বপ্না, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কংকন কর্মকার, যুগ্ম সাধারন সম্পাদক রতন সিং, আওয়ামীলীগ নেতা এ্যাড. সারওয়ার আহমেদ বাবু, দিনাজপুর বিজনেজ গ্রæপের এডমিন বর্নি ইসলাম, দিনাজপুর বøাড ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বিপ্লব, করতোয়া বীরগঞ্জ প্রতিনিধি মীর কাশেম লালু, খানসামা প্রতিনিধি মোজাফফর হোসেন, কাহারোল প্রতিনিধি সুকুমার রায়, দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শিমুল, সাধারন সম্পাদক আরমানসহ শিক্ষাবীদ, রাজনৈতিক, সামাাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন শিশু শিক্ষার্থী সাদিয়া আকতার মিনহা। দোয়া মাহফিল পরিচালনা করেন দিনাজপুর বøাড ফাউন্ডেশনের সদস্য আব্দুল আলিম। দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হকসহ তার পরিবারের সুস্থ্যতা কামনা ও করতোয়া আরও এগিয়ে যাক এই কামনায় দোয়া করা হয়।
চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৪৭তম বছরে
পদার্পণে কেক কাটা-আলোচনা সভা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দৈনিক করতোয়া ৪৭তম বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ আগস্ট শুক্রবার বেলা ১১টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে চিরিরবন্দর প্রতিনিধি মোরশেদ উল আলমের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান।
চিরিরবন্দর প্রতিনিধি মোরশেদ উল আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, চিরিরবন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা সহকারী অধ্যাপক মো. আফছার আলী খাঁন, চিরিরবন্দর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. রফিকুল ইসলাম বিএসসি প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।