শুক্রবার , ১৯ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় অসহায় পরিবারকে বাড়ি নির্মাণ করে দিলেন উপজেলা চেয়ারম্যান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৯, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন দিনাজপুরের খানসামা উপজেলার দীনেশ চন্দ্র রায়। তাঁর এই দুর্দশার খবর জানতে পেরে নিজ অর্থায়নে তাকে আধাপাকা বাড়ি তৈরী করে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। এদিকে বাড়ি পেয়ে খুশিতে আবেগ-আপ্লুত দীনেশ ও তার পরিবার। তারা বলছেন এই দুঃসময়ে তাদের পাশে দাড়ানো তাদের জন্য আশীর্বাদস্বরুপ। এজন্য উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দীনেশ ও তার পরিবার। দীনেশের বাড়ি উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের পন্ডিতপাড়ায়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে নির্মিত বাড়িটির ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ ও ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ।
খোঁজ নিয়ে জানা যায়, ৫ সদস্যের পরিবার নিয়ে ভাঙা ও জরাজীর্ণ ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন দীনেশ। এক পর্যায়ে তাদের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়লেও সেখানেই মানবেতর জীবনযাপন করে আসছিলো পরিবারটি। পরবর্তীতে বিষয়টি সোশাল মিডিয়ায় প্রকাশ পেলে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি নিজেই সেখানে ছুটে যান এবং বাড়ি তৈরী করে দেওয়ার আশ্বাস দেন এবং নিজ অর্থায়নে বাড়ি নির্মাণ করে দেন।
উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ‘বিষয়টি ফেসবুকে জানার পর সাথে সাথেই ছুটে এসেছি এবং খোঁজখবর নিয়েছি এবং নতুন বাড়ি তৈরী করে দিয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও এই আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পরামর্শক্রমে কাজ করে যাচ্ছি।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

সেতাবগঞ্জে ট্রাক, টেংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন

পীরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে আলমারি বিতরণ

রাণীশংকৈলে অতিরিক্ত অর্থ আদায়করে দলিল সম্পাদন অব্যাহত

চিরিরবন্দরের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

বীরগঞ্জের মরিচা শাখা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক হেলাল নির্বাচিত

আটোয়ারীতে প্রায় পাঁচ লক্ষ টাকার নকল ভারতীয় ধানের বীজ উদ্ধার

হরিপুরের জনগণের সেবক হয়ে কাজ করতে চাই-আব্দুল হামিদ

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাস্তা অবরোধ-মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা — গ্রেফতার-১

পীরগঞ্জে ৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর