বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখা আয়োজনে রবিবার সকালে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে বীরগঞ্জ শুভসংঘের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
এসময় বীরগঞ্জ কালের কণ্ঠ শুভসংঘের উপদেষ্টা সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, কোষাধ্যক্ষ ধনদেব রায়, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আলী, কার্যকরী সদস্য আলমগীর হোসেন, আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত মাসিক সভায় সংগঠনে সার্বিক কাজে গতিশীলতা আনয়ন, পরবর্তী বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।