পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হুইপ ইকবালুর রহিম এমপি এর সার্বিক সহযোগিতায় পৌর ১২নং ওয়ার্ডের ৪শ অসহায় মানুষ পেল ঈদ উপহার।
শুক্রবার দিনাজপুর শহরের পুলহাটে ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. সালেহুর রহমানের উদ্যোগে ৪শ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী। ঈদ উপহার হিসেবে খাবার কেনা বাবদ নগদ টাকা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিজয় দাস, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজানসহ ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হুইপ ইকবালুর রহিম এমপি এর সার্বিক সহযোগিতায় পৌর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. সালেহুর রহমান ওয়ার্ডের অসহায় মানুষগুলোকে ঈদ উপহার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও দেওয়া হলো ঈদ উপহার।