পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, সাংবাদিক মেহের এলাহী, ফজলুল ফকির, বুলবুল আহমেদ, দীপেন্দ্র নাথ রায়,মোকাদ্দেস হায়াত মিলন, সাজেদুর রহমান সাজু, বাদল হোসেন, আওলাদ হোসেন লিটন মোশারফ, আবদুল্লাহ্ আল মামুন নয়ন, মামুনুর রশিদ মিন্টু, আব্দুল আলীম, মুনসুর আহমেদ, জাকির হোসেন, আজিজুল হক, মুজিবুর রহমান, আবু তারেক বাঁধন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, অসহায় ভ‚মি ও গৃহহীন পরিবারের জন্য সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ এলাকার গুচ্ছগ্রামগুলি শহরের আদলে তৈরী করা হয়েছে। প্রথম দিকে ভ‚মিহীনরা গুচ্ছগ্রামে যেতে না চাইলেও গুচ্ছগ্রামের বর্তমান অবস্থা দেখে গৃহহীণরা ঘর পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। দ্বিতীয় দফায় ৫০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হবে। এর মধ্যে ৪৮০টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। এ বছরেই সব কাজ সম্পন্ন হবে। প্রয়োজনে বাদ পড়া ভ‚মিহীনদের জমি কিনে দিয়ে ঘর করে দেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য প্রথম দফায় ৩৫৫টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়েছে।