বীরগঞ্জ প্রতিনিধি \দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে আবারও নকল বিড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়েছে এবং দুজন বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
গতকাল রবিবার বীরগঞ্জের গোলাপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে দুটি দোকানে এই নকল বিড়ি পাওয়া যায় এবং জরিমানা করা হয়।
এ অপরাধে গোলাপগঞ্জ বাজারের ঝিলিক স্টোর ও চন্দনা স্টোরকে সতর্কতামুলক মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গ্যাস ও চালের মুল্য তালিকা না থাকায় আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এদিকে, দিনাজপুরের বিভিন্ন উপজেলায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি বিক্রি হচ্ছে। আর বিভিন্ন স্থানে অভিযানে প্রায়ই জব্দ হচ্ছে এই নকল বিড়ি। যা পাওয়ার পর ধ্বংস করা হচ্ছে এবং বিক্রেতাদের জরিমানা করা হচ্ছে। কিন্তু বিক্রি যেন বন্ধ হচ্ছে না এমনটাই বললেন কয়েকজন বিড়ি প্রেমি ক্রেতা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জের গোলাপগঞ্জ বাজারে দুটি দোকানে নকল বিড়ি বিক্রি করায় নকল বিক্রি জব্দ করে ধ্বংস করা হয়। এ অপরাধে ঝিলিক স্টোর ও চন্দনা স্টোরকে সতর্কতামুলক মোট ৬হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও চাল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলোতে মুল্য নিয়ন্ত্রনে তদারকির অংশ হিসেবে গ্যাস ও চালের মুল্য তালিকা না থাকায় শ্যামল ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও চালের মুল্য তালিকা না থাকায় মোমর ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় ও সতর্ক করা হয়।