বিকাশ ঘোষ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে করোনা কালীন ব্যবসায়ীক মন্দা যাওয়ার পাশাপাশি দাদন ব্যবসায়ীর ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যার শিকার হলেন সবজি বিক্রেতা। উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের পমেজ উদ্দিনের ছেলে মোজাফফর হোসেন (৩৫) শনিবার দিবাগত রাতে সবার অজান্তে বাড়ির সামনে আম গাছে লাইন রশিদর সাথে গোলা ফাঁস দিয়ে আতœহত্যা করেন। এঘটনার সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার( তদন্ত) ইন্সপেক্টর সোহেল রানা ও এসআই সজল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। রবিবার সকলে সরজমিনে গেলে স্থানীয়রা জানান, অতিরিক্ত ঋণের কারণে হতাশায় ভুক্ত ছিলেন সবজি বিক্রেতা মোজ্জাফফর হোসেন। একপর্যায়ে সে গোলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছেন মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।