বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারের উদ্দ্যোগে স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে ক্যান্সার বিষয়ক সেমিনার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৭, ২০২৪ ৯:০১ পূর্বাহ্ণ

“প্রাথমিক পর্যায়ে পড়লে ধরা- ক্যান্সার রোগ যায় যে সারা, আপনার-আমার ভালোবাসায় ক্যান্সার রোগীরা বেঁচে থাকুক আনন্দময় পৃথিবীতে” -এই শ্লোগানকে সামনে রেখে ৫ মার্চ মঙ্গলবার সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ এর অডিটরিয়ামে বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার (বিসিআরসি) দিনাজপুর শাখার আয়োজনে স্কুল-কলেজের ছাত্রীদের নিয়ে ক্যান্সার বিষয়ক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার (বিসিআরসি) দিনাজপুর শাখার সভাপতি ডাঃ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিসিআরসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ শফিকুল রহমান তরুন বলেন, ক্যান্সার রোগ যেমন ভয়াবহ তেমনি এর চিকিৎসা ব্যবস্থা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হয়ে থাকে। ক্যান্সার রোগী ও তার পরিবার বিলম্বিত চিকিৎসা পদ্ধতির জন্য অনেক মানসিক-আর্থিক-সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে বিপন্ন হয়ে পড়ে এবং চিকিৎসা অসম্পূর্ণ রাখতে বাধ্য হয় ফলে অনেকের মৃত্যু ঘটে। তাই ক্যান্সার রোগ যাতে না হয় তার জন্য আগে থেকেই প্রত্যেককেই সচেতনতা অবলম্বন করা উচিত। প্রধান বক্তা ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মহিবুর হোসেন নিরব বলেন, ২০১৮ সালে বিশ্বে ১৮৫টি দেশে প্রায় ৩৬ রকমের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৯৬লাখ মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশে প্রায় ২০ লাখ মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে এবং প্রতি বছর নতুন করে আরও ১ লাখ ৫০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। ক্যান্সার রোগীর প্রায় ২৫% পুরুষ ফুসফুস ক্যান্সার এবং ৩০% মহিলা ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই সচেতনতার যথেষ্ট প্রয়োজন রয়েছে। বিসিআরসি দিনাজপুর শাখা কমিটির কোষাধ্যক্ষ মোঃ জামিরুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (গাইনী) অবঃ ডাঃ মাসতুরা বেগম, শিশু বিশেষজ্ঞ ডাঃ রইজ উদ্দীন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক এম প্রমেল চৌধুরী। অনুষ্ঠানে সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাকিল আহমেদ’কে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য গণেশতলাস্থ মিশন স্কুলের বিপরীত দিকে গ্রিন সুপার মার্কেটের ২য় তলায় প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টা হতে ক্যান্সার রোগীদের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তদের পুর্ব শত্রুতারজেরে কৃষকের কচুক্ষেত কেটে ২ লক্ষাধিক টাকার ক্ষতি

নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করল বীরগঞ্জ শুভসংঘ

রাণীশংকৈলে নিখোঁজের ৫ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম

দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করছে সরকার -রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁওয়ে নৈশ প্রহরী নিয়োগ বিষয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক ও সভাপতি বিরুদ্ধে মামলা

অনুমোদন পেল প্রথম উড়ুক্কু গাড়ি

বন্ধুদের হাতে প্রাণ গেল মিলনের, কথিত প্রেমিকাসহ গ্রে-প্তার ৩

আনোয়ারা বেগম, গাভী পালন করে ভাগ্যবদল

বীরগঞ্জে রাতের অন্ধকারে রাসায়নিক সার ব্যবহার করে ধানের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা