তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
ভারতের হিন্দু বাঙালির ধর্মীয় উৎসব কালীপূজা উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা সোমবার ও মঙ্গলবার ২দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানীর কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে।
সোমবার সকালে বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, কালীপূজা উদযাপন উপলক্ষে ফুলবাড়ি এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার এসোসিয়েশন ও ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার চিঠি দিয়ে জানালে দু’দেশের সমন্বয় সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের দুইদিন আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম সচল হবে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, আমদানি-রপ্তানী বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরে কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, কালীপূজায় দুইদিন স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে লোক পারাপার স্বাভাবিক থাকবে। #