দিনাজপুরে যথাযথ মর্যাদায় শোকাবহ জেলহত্যা দিবস পালিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করেছে।
৩ নভেম্বর শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে সকাল ১০টায় দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে স্থাপিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সভাপতি এ্যাড এসএম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর নেতৃত্বে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর শ্রদ্ধা জানান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়াও শ্রদ্ধা জানান পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ড শাখার নেতাকর্মী ও অঙ্গ সহযোগি সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, তাতীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষ্যে বাদ মাগরিব শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় চার নেতার স্মরণে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ নভেম্বর বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিম সরকার, যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন সরকার গোলাপ, উপজেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি বিকাশ চন্দ্র রায়, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, উপজেলা মহিলা লীগের সভাপতি তরুবালা রায়, যুবলীগের সদস্য মাসুদ হোসেন, অমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রাকিব সরকার, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শাহনাজ পারভীন, ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাবু প্রমূখ বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।