সোমবার , ১৯ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট-এর উদ্যোগে অভিভাবক মতবিনিময় ও আলোচনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৯, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ

রোববার সকাল সাড়ে ১১টায় রোববার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুর এর উদ্যোগে অভিভাবক মতবিনিময় ও কারিগরি শিক্ষায় মায়েদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকগণদের সমন্বয়ে অনুষ্ঠিত কারিগরি শিক্ষায় মায়েদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, কারিগরি শিক্ষায় যে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করছে এর পিছনে মায়েদের ভূমিকা যথেষ্ট রয়েছে। মায়েরা তাদের দৈনন্দিন সাংসারিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কারিগরি কার্যক্রম পরিচানা করে থাকেন, সে সকল কার্যক্রমকে আমরা সমাজের তুচ্ছ মনে করি, বিশেষ করে গ্রাম্য অঞ্চলে মায়েরা সাংসারিক কাজের পাশে বিকেলে সুই সুতো নিয়ে দলবদ্ধভাবে বসে নকশি কাঁথার সেলাই কাজ করেন, শীতকালে বিভিন্ন প্রজাতির পিঠা তৈরি করে থাকেন, এখন বিভিন্ন প্রজাতির পিঠা তৈরীর নিয়ে মহা উৎসব দেখা যায় এ সকল বিদ্যা মায়েরা তার সন্তানদের শিখিয়ে থাকেন এগুলো একসময় শিক্ষাজীবনে কাজে লিপিবদ্ধ হয়। কারিগরি শিক্ষা গ্রহণ করতে গিয়ে অনেকে গার্মেন্টস সেক্টরকে বেছে নিয়েছেন যারা মায়েদের এই নকশী কাঁথার সেলাইয়ের পাশে একসময় দাঁড়িয়ে দেখেছেন তাদের এই শিক্ষা জীবনে এসে মায়ের এই কাজ স্বপ্ন আকারে দেখা দেয় এবং নিজের শিক্ষা জীবনের স্বপ্ন পূরণে সহায়তা করে। আলোচনা সভার শেষে অভিভাবকদের মধ্যে থেকে বছরের শ্রেষ্ঠ অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়।
দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুর এর অধ্যক্ষ প্রকৌশলী জয়ন্ত কুমার সরকার এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুর এর চীফ ইন্সট্রাক্টর (মেকা) ও আর্কিটেকচার এর বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ জাবেদ আলী, দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন, পাঁচবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহেরুল ইসলাম, জয়দেবপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের ট্রেড-ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার সৈয়দ মোশারফ হোসেন, দিনাজপুর সদর উপজেলার পরজপুর ফাসিলাডাঙা উচ্চ বিদ্যালয়ের সহঃশিক্ষক মোঃ সালেহুর রহমান এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক মোঃ তারেক ইবনে নাসিম প্রমূখ। এসকল অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নিরজা শাপলা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

পীরগঞ্জ পৌর নির্বাচন: আ’লীগের বিদ্রোহী প্রার্থী ইকরামুলকে দল থেকে অব্যাহতি

হাবিপ্রবিতে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

ইনার হুইল ক্লাব অব দিনাজপুর অফিস পরিদর্শন

উর্বশী ফোরাম-এর পরবর্তী গান সালমা’র‘কইরোনাবিয়া’

তেঁতুলিয়ায় ঢাবিতে ২ ইউনিটে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চত দিনমজুরের ছেলে মুক্তারের

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রাণীশংকৈলে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল বৃদ্ধা সায়েদার

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন পৌর নির্বাচন পরিচালনা কমিটির বর্ধিত সভা

ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন