পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্মশান ঘাটের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুবৃর্তরা। রবিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্বশান ঘাট কালি মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
ওই এলাকার বাসিন্দা ননী গোপাল, ভবেশ রায়, জয়দেব রায় জানান, রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় ওই কালি মন্দিরে প্রনাম জানাতে যায় তারা। এ সময় তারা দেখেন কালি মন্দিরের কালি প্রতিমাটি মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে স্থানীয়দের খবর দেন তারা।
মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র রায়ের অভিযোগ, কয়েক মাস আগে ওই শ্মশান ঘাটে কালি মন্দিরটি স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, এ বিষয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সহিত দেখা হচ্ছে।