তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
চতুর্দেশীয় স্থলবন্দর স্থলবন্দর পরিদর্শন করে ভিসা চালুর আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করে ভারত অভ্যন্তরে গিয়ে দেশটির কাস্টমস কর্মকর্তা এবং বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফসহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ভারতীয় সহকারি হাই কমিশনার বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে ভারত-বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাংলাবান্ধা স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানীতে যেসব সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধান করা হবে। একই সাথে বাংলাবান্ধা ইমিগ্রেশনে দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা বন্ধ থাকার বিষয়টিও শীঘ্রই সমাধান করা হবে।
এসময় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপ ও পঞ্চগড় চেম্বার অব কমার্সের নেতাকর্মীরা বলেন, করোনার পর থেকেই দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রদান করা হচ্ছে না। তাতে করে এ অঞ্চলের বাংলাদেশিরা ভিসার অনুমতি থাকায় এ রুট ব্যবহার করে ভারতে যেতে পারছেন না।
বিশেষ করে উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রুটটি। তাই ঈদের আগেই বন্দরটির ইমিগ্রেশন চেকপোস্ট রুটটিতে ভারতীয় ভিসা প্রদানের জোর দাবি জানালে আগামী ১৫ তারিখের মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যে রুটটির অনুমতি দেয়া হবে বলে জানানো হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, বাংলাবান্ধা আমদানি রপ্তানীকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন, স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলামসহ কাস্টমের রাজস্ব কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ। #