সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৩, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
চতুর্দেশীয় স্থলবন্দর স্থলবন্দর পরিদর্শন করে ভিসা চালুর আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করে ভারত অভ্যন্তরে গিয়ে দেশটির কাস্টমস কর্মকর্তা এবং বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফসহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ভারতীয় সহকারি হাই কমিশনার বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে ভারত-বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাংলাবান্ধা স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানীতে যেসব সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধান করা হবে। একই সাথে বাংলাবান্ধা ইমিগ্রেশনে দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা বন্ধ থাকার বিষয়টিও শীঘ্রই সমাধান করা হবে।

এসময় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপ ও পঞ্চগড় চেম্বার অব কমার্সের নেতাকর্মীরা বলেন, করোনার পর থেকেই দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রদান করা হচ্ছে না। তাতে করে এ অঞ্চলের বাংলাদেশিরা ভিসার অনুমতি থাকায় এ রুট ব্যবহার করে ভারতে যেতে পারছেন না।

বিশেষ করে উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রুটটি। তাই ঈদের আগেই বন্দরটির ইমিগ্রেশন চেকপোস্ট রুটটিতে ভারতীয় ভিসা প্রদানের জোর দাবি জানালে আগামী ১৫ তারিখের মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যে রুটটির অনুমতি দেয়া হবে বলে জানানো হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, বাংলাবান্ধা আমদানি রপ্তানীকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন, স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলামসহ কাস্টমের রাজস্ব কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ইউপি উপনির্বাচনে নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন

সারাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বোচাগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ৭ দফা দাবি বান্তবায়ন দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর \ দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলেছে যানবাহন

বাইক চলাচলে প্রস্তাবিত নীতিমালা সংশোধনের দাবীতে দিনাজপুরে বাইকারদের মানববন্ধন

হিলিতে ডিএসবি পরিচয়ে চাঁ-দাবা-জি, যুবক আ-টক

রাণীশংকৈলে বেড়ে গেছে  বাই-সাইকেল চুরি !

রাণীশংকৈলে বেড়ে গেছে বাই-সাইকেল চুরি !