মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে রহস্যজনক আগুনে পুড়ল স্কুলের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৮, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ
পঞ্চগড়ে রহস্যজনক আগুনে পুড়ল  স্কুলের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি

পঞ্চগড় প্রতিনিধি\ ৮বছর আগে পাওয়া বিজ্ঞানাগারের মূল্যবান যন্ত্রপাতি এতদিন ছিল প্রধান শিক্ষকের বাড়িতে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সেগুলো এনে রাখা হয় স্কুলের অফিস কক্ষের পাশের একটি পরিত্যক্ত ঘরে। আর ওই পরিত্যক্ত ঘরে রহস্যজনক আগুন লাগে সোমবার রাতে। ওই আগুনে বিজ্ঞানাগারের মূল্যবান যন্ত্রপাতি পুড়ে সম্পুর্ণ নষ্ট হয়ে গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীদের ধারণা বিজ্ঞানাগারের যন্ত্রপাতি দীর্র্ঘদিন ধরে প্রধান শিক্ষকের বাড়িতে পড়ে থেকে এখন তা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। খোয়া গেছে মূল্যবান অনেক যন্ত্রপাতি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেগুলো স্কুলের অফিস কক্ষের পাশের একটি রুমে এনে রাখার পরই ঘটল আগুনের ঘটনা। রহস্যজনক এই আগুন প্রধান শিক্ষককেরই কারসাজী বলে দাবি তাদের।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীরা জানিয়েছে, সোমবার রাতে তারাবী নামাজের সময় লোকজন চিৎকার করতে থাকে কাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন লেগেছে। এসময় পাশের মসজিদে তারাবীর নামাজ আদায় করছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক তোমকিন আলম মুকুল। বাইরে চিৎকার শুনে তিনি মুসল্লিদের নিয়ে স্কুলে গিয়ে দেখেন স্কুলের অফিস কক্ষের পাশের বিজ্ঞান বিভাগের যন্ত্রপাতিগুলো যে কক্ষে রাখা হয়েছে সে কক্ষে আগুন জ্বলছে। ঘটনাটি স্থানীয় ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই স্কুল পরিদর্শনে গিয়ে দেখা যায়, আগুনে শুধুমাত্র কক্ষে রাখা বিজ্ঞানাগারের যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়েছে। ঘরের সিলিং ও টিনের চালা রয়েছে অক্ষত। প্লাস্টিকের সিলিংটি লাঠি বা কিছু দিয়ে গুতো দিয়ে সেগুলো ফেলে দেয়া হয়েছে। আগুনের কিছু অংশ ঢুকেছে পাশের অফিস কক্ষে। তবে সেখানে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি।
এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক তোমকিন আলম মুকুলের সাথে কথা বললে তিনি জানান, সোমবার রাতে তারাবীর নামাজের সময় স্কুলে আগুন লাগলে আমি এলাকার লোকজন নিয়ে স্কুলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা এনে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে শুধু বিজ্ঞানের যন্ত্রপাতি নষ্ট হয়েছে ঘরের কোন ক্ষতি হয়নি বিষয়টি রহস্যজনক প্রশ্ন করা হলে প্রধান শিক্ষক বলেন বিষয়টি সত্যি রহস্যজনক। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করবো।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, আগুনের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, আগুনোর খবর পেয়েছি। বিজ্ঞানাগারের যন্ত্রপাতি প্রধান শিক্ষকের বাড়িতে পড়ে থেকে নষ্ট হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করার জন্য সদর উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেই। তিনি ইতোমধ্যে আমাকে প্রতিবেদন জমা দিয়েছেন। তবে তদন্ত প্রতিবেদনটি সব কিছু ফুটে না ওঠায় ঈদের পর আমি নিজেই স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো। প্রধান শিক্ষকের গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২০১৬ সালে বিজ্ঞানাগারের মূল্যবান যন্ত্রপাতি সরবরাহ করা হয়। স্কুলে বিজ্ঞানাগার না থাকার অজুহাত দেখিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক এসব জিনিসপত্র নিজের বাড়িতে নিয়ে একটি কক্ষে তালাবন্ধ করে রাখেন। তারপর পেরিয়ে গেছে প্রায় ৮ বছর। সেই তালা খোলেনি। বিজ্ঞানের শিক্ষার্থীরা না পেয়েছে কোন কিছু শিখতে না পেরেছে জিনিসগুলো দেখতে। কোনদিন তা বিদ্যালয়ে এনে শিক্ষার্থীদের পাঠদানের কাজে লাগানোর উদ্যোগ নেয়া হয়নি। বিদ্যালয় প্রধানের এমন দায়িত্বহীন কর্মকাÐে ক্ষুব্ধ স্থানীয়রা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর জেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদন্ত করার জন্য সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন। এরই মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার একটি দায়সারা প্রতিবেদন জেলা শিক্ষা অফিসারকে প্রদান করেছেন। সেখানে প্রধান শিক্ষকের কাছ থেকে নেয়া লিখিত বক্তব্যটিই হুবহু তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে স্কুলে জায়গা না থাকায় প্রধান শিক্ষক বিজ্ঞানাগারের যন্ত্রপাতি তার বাসায় রেখেছিলেন। এখন সেগুলো স্কুলের একটি কক্ষে এনে রাখা হয়েছে। গত সোমবার রাতে স্কুলে আগুন লেগে বিজ্ঞানাগারের সকল যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়ে যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এ মেলায় সকলের সম্পৃক্ততা নেই- এটা মনে হচ্ছে বিএনপি’র মেলা– রাণীশংকৈলে মির্জা ফয়সাল

বোচাগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আন্তনগর নীলসাগর ট্রেনের  বগির পিছনে আগুন

আন্তনগর নীলসাগর ট্রেনের বগির পিছনে আগুন

আচরণবিধি লঙ্ঘন অভিযোগে পঞ্চগড়-১ আসনের  আ’লীগ মনোনিত প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন অভিযোগে পঞ্চগড়-১ আসনের আ’লীগ মনোনিত প্রার্থীকে শোকজ

আমার নেতৃত্বে ৯ জন চেয়ারম্যান ৫৭জন মেম্বার তৈরি করেছি ——-রাণীশংকৈলে জেলা পরিষদ চেয়ারম্যান

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল মেডিকেল গ্যাস সিস্টেম উদ্বোধন

ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশনা অন্যথায় আইনানুগ ব্যবস্থা

পীরগঞ্জে মোবাইলের দোকানে চুরি

বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল ও গম সংগ্রহ অভিযান শুরু

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি