বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০বছর প‚র্তি উদযাপন করা হয়েছে।
কর্মসুচীর মধ্যে ছিল, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রশাসনিক ভবনের সম্মুখে পায়রা ও বেলুন উড্ডয়ন, জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০তম বছর উপলক্ষ্যে আলোচনা সভা।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ।
ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রগতিশীল শিক্ষক ফোরাম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, হাবিপ্রবি শাখা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ, প্রগতিশীল কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯.৪৫ টায় প্রশাসনিক ভবনের সম্মুখে পায়রা ও বেলুন উড্ডয়ন করেন ভাইস-চ্যান্সেলর মহোদয়। পরবর্তিতে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০তম বছর উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য প্রদান করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, এ সময় আরও বক্তব্য প্রদান করেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড. রোজিনা ইয়াসমিন লাকি, প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ মোঃ ফেরদৌস আলম। সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ। সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক জনাব মোঃ মাইন উদ্দিন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আজকের দিনটি খুবই গুরুত্বপ‚র্ণ ও ঐতিহাসিক একটি দিন আমাদের জন্য। তিনি বলেন, আজ আমি যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, সেটি হচ্ছে বিশ্বশান্তি। ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্থানের শাসকগোষ্ঠী যখন প‚র্ব পাকিস্থানের শান্তিকামী মানুষদের শোষণ বঞ্চনার মাধ্যমে নানাভাবে নিষ্পেষিত করেছিল। সেই সময় একটি কণ্ঠ আমাদের সকলকে উজ্জীবিত করেছিল, সেটি হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কণ্ঠ। ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা, ভাষা আন্দোলনে ভ‚মিকা রাখাসহ ২৩ বছরের যে সুদীর্ঘ লড়াই সংগ্রাম। এর একটি উদ্দেশ্য ছিল, তা হচ্ছে শান্তিকামী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সেই শান্তিকামী মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর হাত ধরে স্বাধীনতা অর্জন করেছি। তিনি আরও বলেন, বাংলাদেশ যখন স্বাধীন হয় সেই সময় পৃথিবী দুটি ভাগে বিভক্ত ছিল, এই বিভাজনের ম‚ল কারণই ছিল অস্ত্রের ঝনঝনানি। সেই অস্ত্রের ঝনঝনানি হতে মুক্ত থেকে আমাদের জাতির পিতা জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলেন। এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে তিনি শান্তির বার্তা পৌঁছে দেন। এর প্রেক্ষিতে তিনি বলেছিলেন বিশ্ব আজ শোষণ ও শোষিত এই দুভাগে বিভক্ত, আমি শোষিতের পক্ষে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন লড়াই, সংগ্রাম, জেল, জুলুম, ও নির্যাতন সহ্য করে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। যার ম‚ল লক্ষ্য ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তারই রক্ত ও আদর্শের যোগ্য উত্তরস‚রি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু এতোকিছুর মাঝেও স্বাধীনতা বিরোধীরা থেমে নেই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এটি কোনভাবেই কাম্য নয়। আপনারা জানেন রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে হত্যা করার হুমকি দিয়েছে চক্রান্তকারীরা। আমরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং এর যথাযথ বিচারের দাবী জানাই।