মো: রেজাউল করিম (স্টাফ রিপোর্টার) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই বিলম্বর স্কুল মাঠে জে,কে, যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর (শনিবার) সমিরউদ্দীন এর পরিচালনায় দিন ব্যাপী নক আউট ৮ টিমের ফুটবল খেলায় হারুনোর রশীদ এর ধারাভাষ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খেলোয়াড় কণ্যাল সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক খেলোয়াড় কেলম্যান্ট, মার্ডিন, ইউপি সদস্য শ্রী: সমির চন্দ্র, মোহাম্মদ আলী, রেজাউল করিম সাংবাদিকসহ আরোও অনেক গণ্যমান্য সুধীজন।
ফাইনাল খেলায় সেতাবগঞ্জ ধনঞ্জয়পুর বনাম সাদামহল কাটাবাড়ি অংশ গ্রহণ করলে সেতাবগঞ্জ ধনঞ্জয়পুর, ট্রাইব্যাকারে সাদামহল কাটাবাড়ি দলকে ৩/০ গোলের ব্যবধানে পরাজিত করে। দিন ব্যাপী ফুটবল খেলা দেখতে বিভিন্ন উপজেলা, গ্রাম থেকে ফুটবল প্রেমী দর্শক ভীড় করে। এ সময় উভয় দলের খেলোয়াড়গণ তাদের নিপূণ ক্রীড়াশৈলী উপহার দিয়ে দর্শকদের দারুণভাবে মুগ্ধ করতে দেখা যায়।