মুমূর্ষ রোগীকে বাচাঁতে প্রয়োজনীয় রক্ত প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যানমুলক কর্মকান্ড করে আসছে দিনাজপুর রক্তদান সমাজ কল্যান সংস্থা।
এবার তারা তীব্র তাপদাহে একটু স্বস্তি ছড়িয়ে দিতে একটি মাদ্রাসায় ৬টি ফ্যান এবং ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে একবেলা উন্নতমানের খাবার পরিবেশন করেছে রক্তদান সয়স্থাটি।
দিনাজপুর সদরের কাউগা বাজার এলাকায় মিফতাহুল উলুম কাওমী মাদ্রাসা ও এতিমখানার নব-নির্মিত ভবনের জন্য ৬টি ফ্যান উপহার দিয়েছে দিনাজপুর রক্তদান সমাজ কল্যান সংস্থা। তীব্র দাপদাহের মধ্যে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের একটু স্বস্তি ছড়িয়ে দিতে এমন উদ্যোগের পাশাপাশি একবেলা উন্নতমানের খাবারেরও আয়োজন করে সংস্থাটি ।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ হাফেজ মাওলানা মো: বেলাল হোসেন, রক্তদান সমাজ কল্যান সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
সংস্থার সদস্যরা জানান, মুমূর্ষ রোগীর তাৎক্ষনিক প্রয়োজনে রক্ত যোগাড় করে আসছে সংস্থাটি। এছাড়া প্রতি সপ্তাহে একদিন দুস্থ ও অসহায়দের নিয়ে খাবারের আয়োজন করে। সমাজল্যান মুলক নানা কর্মকান্ডে এগিয়ে আসায় প্রশংসা ও আলোচনায় এসেছে সংস্থাটি।