গাইবান্ধা গোবিন্দগঞ্জে চোরাই গরু সহ ৩ জন গরুচোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকার ৪নং ওয়ার্ডের মৃত কেরামত আলী শেখের পুত্র আবু তাহের শেখ এর একটি ৬ দাত গরু বাড়ির পাশে ক্ষেতে বেঁধে রাখে। সেখান থেকে গত ১ অক্টোবর বিকেল তিন ঘটিকার দিকে তার গরুটি চুরি হয়। তখন তিনি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে গরু চুরির বিষয়টি জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।
গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই ) প্রলয় কুমার বর্মা রাতে গোবিন্দগঞ্জ থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে হারেছ সরকার (৩৬) নামের একজনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে বগুড়া জেলার শিবগঞ্জ থানার হুদারবালা গ্রামের অপর দুই আসামিকে গ্রেফতার করে তাদের নিকট থেকে চোরাই গরুটি উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত হলেন গোবিন্দগঞ্জ থানার পৌরসভার চকগোবিন্দ গ্রামের হাতেম আলীর পুত্র মোহাম্মদ হারেছ সরকার (৩৬), বগুড়া জেলার শিবগঞ্জ থানার হুদারবালা গ্রামের মৃত মশারফ সরকারের পুত্র উজ্জল সরকার এবং শহিদুল ইসলাম সরকারের পুত্র মনিরুল ইসলাম সুজন।
অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইতোমধ্যে এ বিষয়ে একটি মামলা রেকর্ড হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হবে।