বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস
উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ করা হয়।
(১ নভেম্বর -২০৩৩) বুধবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গনি প্রমুখ।
এ সময় বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ করেন, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।