বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী স্মরণে শোকসভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৯, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাবলিক লাইব্রেরি মাঠে বুধবার বিকেলে জেলা আ’লীগ সভাপতি সাদেক কুরাইশীর স্মরণে এক শোকসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাবলু। বিশেষ অতিথি জেলা আ’লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সদর উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি অরুণাংশু দত্ত টিটো, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইসচেয়ারম্যান সোহেল রানা, সাবেক মেয়র আলমগীর সরকার, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল, জেলা কৃষক লীগ সভাপতি পবারুল ইসলাম। আরো বক্তব্য দেন- যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, অধ্যক্ষ মহাদেব বসাক, কৃষক লীগ সভাপতি বাবর আলী, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র রায় প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে জেলা,উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যাযের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন আ’লীগ নেতা অধ্যাপক প্রশান্ত বসাক। বক্তারা তাদের বক্তব্যে প্রয়াত নেতা সাদেক কুরাইশীর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক ও জেলা আওয়ামী লীগে তাঁর অবদানের কথা তুলে ধরেন। এইসাথে তারা তাঁর আদর্শ ও নীতিকে ধারণ করে আগামীতে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে রাণীশংকৈল বড় মসজিদের ইমাম সরিফুল আলমের পরিচালনায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত: গত ২৪ অক্টোবর জেলা আ’লীগের সভাপতি সাদেক কুরাইশী অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোল থানায় ওপেন হাউস-ডে অনুষ্ঠানে- দিনাজপুর পুলিশ সুপার এ দেশে ফ্যাসিস্টদের কোনো স্থান নেই।

আটোয়ারীতে প্রেস ব্রিফিং

ভাষা সৈনিক দবিরুল ইসলামের আজ(১৩ মার্চ) শততম জন্মদিন

ঠাকুরগাঁওয়ের জাঠিভাঙ্গা বদ্ধভুমি পরিদর্শন করলেন গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রফেসর ড.মুনতাসীর মামুন

পীরগঞ্জে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গেপ্তার

পীরগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বোচাগঞ্জে দরিদ্রদের মাঝে মশারী বিতরণ

ভারত ভ্রমন শেষে লাশ হয়ে বাড়ী ফিরলো

পীরগঞ্জে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণ

শিশুদের নিয়ে ফল উৎসব ও ক্রিড়া প্রতিযোগিতা করল বীরগঞ্জ শুভসংঘ