পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুরে ৬ জন অসহায় দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় মির্জাপুর ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন কর্তৃক বাস্তবায়িত গ্রামীণ হত দরিদ্র নারীদের গরু পালন কর্মসূচির আওতায় এসকল গরু বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর ফেডারেশন কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে গরু বিতরণ করেন আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। মির্জাপুর ফেডারেশন চেয়ারম্যান দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মো. আরেফিন মাহমুদ। এ সময় মির্জাপুর ফেডারেশনের নেতৃবৃন্দগণ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।