মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে নির্মানাধীন ব্রীজে মটরসাইকেল দুর্ঘটনা! দায়ভার নিবে কে ?

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৮, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে নির্মাণাধীন ব্রীজে মটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে মোঃ নিপন বাবু(২৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। নিপন বাবু আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামের কিসমত রেলঘুমটি এলাকার মোঃ আব্দুর রহিম (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) এর পুত্র। এব্যাপারে আব্দুর রহিম সংশ্লিষ্ট ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীকে দায়ী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগপত্রের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১লা জুন ২০২৫ তারিখে আব্দুর রহিমের পুত্র নিপন বাবু (২৫) ও একই গ্রামের তার সঙ্গী গমীর উদ্দীনের পুত্র রনি ইসলাম (২৫) রাত সাড়ে ৯ টার দিকে মটরসাইকেল যোগে রামপুর চৌধুরীপাড়া পাকা রাস্তা দিয়ে আসার সময় ব্রীজের কাজে খনন করা গভীর গর্তে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিপন বাবু’র অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। ঠাকুরগাঁওয়ের চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরদিন ২ জুন নিপন বাবুকে বিমান যোগে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। নিপন বাবু বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আব্দুর রহিম বলেন, আমার ছেলে মটরসাইকেল দুর্ঘটনায় প্রায় একমাস যাবত ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অরক্ষিত নির্মাণাধীন যে ব্রীজটিতে দুর্ঘটনা ঘটলো, ওই ব্রীজ নির্মাণে সংশ্লিষ্ট কেহ ফোন দিয়েও আমার ছেলের খবর নিলো না। মনে খুব কষ্ট পেয়েছি। তাই ইউএনও বরাবরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এব্যাপারে কুষ্টিয়ার মেসার্স সৈকত এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি পঞ্চগড়ের ঠিকাদার মুন্না বলেন, দুর্ঘটনার খবরটি শুনেছি, ব্যস্ততার কারণে নিজে যোগাযোগ করতে পারিনি। কিন্তু রোগীর খবরাখবর নেয়ার জন্য এলজিইডি’র অপুকে দায়িত্ব দিয়েছিলাম। উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল বলেন, বিষয়টি দুঃখজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রামপুর চৌধুরীপাড়ার সুধিজন বলেন, কয়েক মাস ধরে ব্রীজের কাজ চলছে। ব্রীজ নির্মাণের জন্য গভীর গর্ত খনন করা হলেও ব্যস্ততম রাস্তাটির দুই পাশের্^ যানবাহন চলাচলের কোন বাধার চিহ্ন ছিল না। ইনফরমেশন বোর্ডও ছিল না। দুর্ঘটনার পরদিন তাড়াহুড়া করে রাস্তার দু’পাশের্^ বাঁশ দিয়ে আটকানো হয়েছে এবং ইনফরমেশন বোর্ড অনেক পরে লাগানো হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে বৃহত্তর দিনাজপুর জেলার পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর চৌধুরীপাড়া এলাকায় জিসি রাস্তায় তিরনই নদীর উপর ২২ মিটার দীর্ঘ টং আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ চলমান রয়েছে। যার চুক্তি মূল্য ১,৮৮,১৮,৭১৬.৫০ টাকা। কাজ শুরু তারিখ: ২৪-০৩-২০২৫, কাজ শেষ করার তারিখ : ২৩-০৩-২০২৬। এ ব্রীজের ঠিকাদারী প্রতিষ্ঠান হলো কুষ্টিয়ার মেসার্স সৈকত এন্টারপ্রাইজ। সৈকত এন্টারপ্রাইজের প্রতিনিধি হয়ে কাজ করছেন পঞ্চগড়ের কারিম ও মন্টু ঠিকাদার। অনেকেই বলেছেন, পঞ্চগড়ের এই ঠিকাদারদের সুনাম আছে কিন্তু হঠাৎ কেন এমন হলো ? এই দুর্ঘটনার দায়ভার নিবে কে ? অনেকেই মন্তব্য করছেন, এই ব্রীজ নির্মাণে সংশ্লিষ্টদের উদাসিনতাই দুর্ঘটনার কারণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে আবাদি জমি ঝুঁকিতে, প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা

ঠাকুরগাওয়ে শিক্ষক’কে রাজকীয় বিদায় জানালেন সহকর্মী-শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের অপ্রচলিত কৃষি পন্য প্রক্রিয়াজাতকরণ প্রদর্শন মেলা

চিরিরবন্দরে মাদকাসক্ত ভাগ্নেকে পিটিয়ে  হত্যার অভিযোগে ২ মামা আটক

চিরিরবন্দরে মাদকাসক্ত ভাগ্নেকে পিটিয়ে হত্যার অভিযোগে ২ মামা আটক

শীতের উঞ্চতা পেতে কুয়েত স্যোসাইটি ফর রিলিফ এর উদ্যোগে কম্বল বিতরণ

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গড়ে উঠেছে গরু ও হাঁসের খামার দেখার কেউ নেই

বীরগঞ্জে ভয়াবহ লোডশেডিংয়ে দুর্বিষহ জনজীবন

আটোয়ারীতে রেলপথ অবরোধ! ইউএনও’র হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার