বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও পৌর যুবলীগের সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থক আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌর সভার সারাংগপুর গ্রামের মোফাজ্জলের ছেলে ও পৌর যুবলীগের সদস্য মাসুদুর রহমান (৫২)।
সোমবার (০৭ জুলাই ) গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে প্রকাশ,বিরামপুর থানা পুলিশ রবিবার দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযানে নামেন। এসময় ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থক আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌর সভার সারাংগপুর গ্রামের মোফাজ্জলের ছেলে ও পৌর যুবলীগের সদস্য মাসুদুর রহমান (৫২)কে আটক করা হয়।
পুলিশ আরো বলেন,উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় বিরামপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মালেক ও এজাহার নামীয় আসামি হিসেবে মাসুদুর রহমানকে সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান,পূর্বের রুজুকৃত একটি হত্যা মামলা নামীয় আসামী ও সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মালেক মন্ডল চেয়ারম্যানকে গ্রেফতার দেখিয়ে আসামীদের সোমবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।