সেতাবগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি শিক্ষক সালিউরসহ দুইজনকে কুপিয়ে জখম
সোমবার দিবাগত রাত আনুমানিক ৯টার সময় সেতাবগঞ্জ গরুহাটি সবুজ সংঘ ক্লাবে এলাকার একটি তুচ্ছ ঘটনা সমাধান করতে এসে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সালিউর রহমান। বর্তমানে শিক্ষক সালিউর রহমান বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও এ ঘটনায় সেতাবগঞ্জ হানিফ কাউন্টারের পরিচালক শরিফুল ইসলামের পুত্র মোঃ সোহান গুরুতর আহত হয়েছে। সোহানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার হাসপাতালে আহত শিক্ষক সালিউর রহমান এর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। এ বিষয়ে সোহানের পিতা মোঃ শরিফুল ইসলাম ধনতলা সাহাপাড়া গ্রামের বসবাসকারী আব্দুল জলিল এর পুত্র মোঃ জনি (৩৫)কে আসামি করে থানায় এজাহার দায়ের করেছে। মামলা নাম্বার পেতে পেইজে ফলো রাখুন।