ঠাকুরগাঁও: এবার মুজিব বর্ষে ঠাকুরগাঁওয়ে উচ্চ শিক্ষার জন্য কোটি টাকা পাচ্ছে দরিদ্র মেধাবী ১৭ শিক্ষার্থী। লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত উন্নয়ন সংস্থা ইএসডিও’র উদ্যোগে সুবিধাভোগী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি।
বুধবার বিকেলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ইএসডিও-চেতনা বিকাশ কেন্দ্রে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে ১৭ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে ৭ লাখ ৩২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি এই সব শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
সংস্থার নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান জানান, ইঞ্জিনিয়ার ও মেডিকেল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিবছর ৬০ হাজার টাকা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা পাবেন ৩৬ হাজার টাকা। বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী দরিদ্র মেধাবীদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত ইএসডিও প্রায় একলাখ টাকা ব্যয় করবে বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।