তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’-প্রতিপাদ্যে সারা দেশের মতো তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। রবিবার দুপুরে উপজেলার শালবাহান বাজারে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা তেঁতুলিয়া শাখার আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে শালবাহান রোডে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মানবাধিকার কল্যাণ সংস্থা উপজেলা শাখার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্বব্যাপি মানবাধিকার, সাংবাদিকতাসহ মানবাধিকার সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি কবির আহম্মেদ, পরিচালক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, জার্নালিস্ট ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী।
এ সময় সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।