হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমান (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় ৩জন আহত হয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মৃত আমান উপজেলার মাদ্রাসাপাড়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।
অসুস্থরা হলেন মিম(১২), ফুলবাড়ী গুচ্ছ গ্রামের শামসুদ্দিন (৫৫),নুরবানু(২৮) হরিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় লোকজন জানান, হরিপুর উপজেলার ফুলবাড়ী আদর্শ গুচ্ছ গ্রামের কৃষক আব্দুল রশিদের বাড়ির ওঠানে। আজ বৃহস্পতিবার সকালে রশিদের বাড়িতে থ্রেসার মেশিন দিয়ে ধান মাড়তে যায়, ধান মাড়া শেষে মেশিনে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করার সময় বাড়ির বিদ্যুৎতের ঝুলন্ত লাইনের তার ছিড়ে গিয়ে থ্রেসার মেশিনের উপর পড়লে ঘটনাস্থলেই আমান নিহত হয়। আহত ৩জনকে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।