দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরে ৬টি আসনের ১৩টি উপজেলায় প্রিজাইডিং কর্মকর্তাদের নিকট নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে এইসব সরঞ্জামাদী তুলে দেন প্রতিটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা। তবে ব্যালট পেপার ভোট গ্রহণের দিন সকালে স্ব স্ব কেন্দ্রে পৌছে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের জন্য জেলায় মোট ৩০ জন ম্যাজিষ্ট্রেট, ৬৫৫জন সেনাবাহিনী, ৩১ প্লাটুন বিজিবি, পুলিশ ২ হাজার ৫২৬ জন, আনসার ১০ হাজার ৫০০ জন মোতায়েন থাকবে এবং ভোট গ্রহনের জন্য নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য সদস্য মোট ১২ হাজার মোতায়েন থাকবে। এছাড়াও যেকোন অপ্রিতিকর ঘটনা এড়াতে সাদা পোষাকে সবগুলো কেন্দ্রসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।
এ জেলায় মোট ৮৩০টি কেন্দ্রে মোট ৫ হাজার ৬৬১টি কক্ষ প্রস্তুত হয়েছে। ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৫লাখ ৯ হাজার ৩৯১জন। যার মধ্যে পুরুষ ১২ লাখ ৫৬ হাজার ৭৩৬ জন ও নারী ভোটার সংখ্যা ১২ লাখ ৫২ হাজার ৬৩৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের মোট ভোটার রয়েছেন ২০জন। দিনাজপুরে আওয়ামী লীগ,জাতীয়পার্টি,এনপিপি,বাংলাদেশ মুসলিমলীগ,ওয়ার্কার্স পার্টি, তৃণমুল বিএনপি, জাসদ(ইনু),ইসলামী ঐক্যজোট, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনের সংসদীয় এলাকা ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে আগামীকাল ৭ জানুয়ারি রবিবার ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সারাদেশের ন্যায় একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিত এ নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫২ হাজার ২৯৬ জন ও নারী ভোটার রয়েছে ৫৩ হাজার ২২০ জন। এছাড়াও ৩৬টি কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা রয়েছে ২৪১টি। ইতিমধ্যে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগণের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের সংসদীয় এলাকা ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নিরাপত্তার নিশ্চিতের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।
উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রতীক, জাসদের মশাল প্রতীক, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ট্রাক ও ঈগল প্রতীকে নিয়ে ৫জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এ আসনে মোট ৫ লক্ষ ২৫ হাজার ৬৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর পূর্বে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসারদের ব্রিফিং প্যারেড ও নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে। গতকাল ৬ জানুয়ারি শনিবার বেলা ১১টায় চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও চিরিরবন্দর থানার আয়োজনে ব্রিফিং প্যারেডে বক্তব্য রাখেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান।
এসময় ৭৮টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসারগণ উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী মালামাল বিতরণ করা হয়। এসময় প্রিজাইডিং অফিসারগণ তাদের মালামাল স্ব স্ব কেন্দ্রে নিয়ে যান।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের জন্য অন্যান্য বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের নিরবিচ্ছিন্ন অংশগ্রহন ও ভোট কেন্দ্রে তাদের দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রতিবারের ন্যায় আনসার ও ভিডিপি সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে থাকেন।
৬ জানুয়ারি শনিবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে নির্বাচনী বিফ্রিং শেষে সকল সদস্যদের স্ব স্ব ভোট কেন্দ্রে পরিবহন যোগে ভোট কেন্দ্রে পাঠানো হয়। এসময় বোচাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি মোঃ ইয়াসমীন আরা বানু। উপজেলা প্রশিক্ষক মোঃ তারেক হোসেন, উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ রাবিনা প্রমুখ।
জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার ৪৩টি ভোটকেন্দ্রে প্রশিক্ষন প্রাপ্ত ৮৬ জন পিসি-এপিসি, ২৫৮ জন পুরুষ এবং ১৭২ জন মহিলা সহ মোট ৫১৬ জন নিরলসভাবে দ্বায়িত্ব পালন করবে।