খুরশিদ আলম শাওন রাণীশংকৈলঃ- মাদকে নিমজ্জিত পৌরসভাকে মাদকমুক্ত করে আলোর পথে ফেরাবো। যারা মাদক সেবন করে তাদের বুঝাবো। প্রয়োজনে নিজ অর্থায়ানে তাদের চিকিৎসা করে ভালোর পথে নেব, কর্মসংস্থান দিবো। এছাড়াও যারা মাদক ব্যবসায়ী তাদেরও কর্মসংস্থান দিবো। তিনি মাদক ব্যবসায়ীদের উদ্যোশে করে বলেন, মাদক ব্যবসা ছাড়–ন নইলে পরিস্থিতি ভালো হবে না বলে তিনি হুশিয়ারী দেন।
গত সোমবার রাত ৮টায় ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভার শিবদিঘী পৌরমার্কেটে ৮নং ওর্য়াড আ’লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান এ হুশিয়ারী দেন। তিনি আরো বলেন, যারা মাদক ব্যবসা করে বা সেবন করে তাদের নাম ঠিকানা আমাকে দিবেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। মেয়র মোস্তাক পৌরসভার উন্নয়ন বিষয়ে বলেন,যদি আপনারা আমাকে সহযোগিতা করেন,তাহলে আমি পৌরসভার ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করবো। আপনারা সহযোগিতা করলে প্রতিশ্রæতি অনুযায়ী প্রতি তিন মাস অন্তর প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সভা করবো আপনাদের পরামর্শ গ্রহণ করবো। ভোটারদের উদ্যোশে বলেন,কে আমাকে ভোট দিয়েছে কে দেয়নি। সেটা এখন আর দেখার বিষয় নেই। এখন আমি সকলের মেয়র। আমার কাছে আপনারা সকলে আসবেন,কোন সমস্যা হলে আমাকে ফোনে জানাবেন,আমার ফোন সব-সময় খোলা থাকবে বলেও তিনি প্রতিশ্রæতি দেন।
ওর্য়াড আ’লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সম্পাদক তাজউদ্দীন প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক মুক্তিযোদ্ধা মোতালেব ,হবিবর রহমান আ’লীগ নেতা আনিসুর রহমান বাকী সাংবাদিক আশরাফুল আলম প্রভাষক প্রশান্ত কুমার বসাক স্বেচ্চাসেবকলীগ নেতা জাকারিয়া হাবীব ডনসহ প্রমূখ।