দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউট প্রতি বছরের মত এবারও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছিল। আজ বুধবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার চ‚ড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ সাহা ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন চৌধুরী শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী। ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা করবেন দিনাজপুর ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক মোঃ রায়হানুল ইসলাম রায়হান।