মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। গত ৬জুলাই রবিবার দিবাগত রাতে ডেভিল হান্ট অপারেশন তথা পুলিশের বিশেষ অভিযানে ১নং-নাফানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান শাহিনসহ ৬জনকে গ্রেফতার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন, সুকদেবপুর গ্রামের বসবাসকারী মৃত নেহাল উদ্দিন এর পুত্র আফতাব উদ্দিন, চাঁপাইতোর মাঝাপাড়া গ্রামের বসবাসকারী আব্দুস সামাদ এর পুত্র লিটন পারভেজ, ভররা তালতলী গ্রামের বসবাসকারী মৃত মহির উদ্দিন পুত্র রেজাউল ইসলাম রেজা,, টেনা গ্রামের বসবাসকারী মৃত ইউসুফ আলীর পুত্র তোজামুল হক ও চন্ডিপুর গ্রামের বসবাসকারী আব্দুল খালেক এর পুত্র ফারুক হোসেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বোচাগঞ্জ থানার অফিসর ইনচার্জ জানান, এটি হল গোয়েন্দা অভিযান, ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরু হয়েছে। অভিযানের মূল লক্ষ্য হলো দুষ্ট শক্তিকে দমন করা।