বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খাদ্য বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৭, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
খাদ্য বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

দিনাজপুর খাদ্য বিভাগ এর আয়োজনে খাদ্য বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের বালুবাড়িস্থ খাদ্য অধিদপ্তরের ফুড ক্লাবে আয়োজিত খাদ্য বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, আমরা যদি খেলাধুলার মধ্যে থাকি তাহলে হয়তো আমাদের সুস্থতা বাড়বে এবং আরো আমরা সুস্থ থাকতে পারবো। সেখানে আমরা উজ্জীবিত থাকব মানসিকভাবে এবং শারীরিকভাবে।
অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
রংপুর বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, দিনাজপুর জেলাসহ ১৩টি উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সকল কমকর্তাবৃন্দ উক্ত খেলায় অংশগ্রহন করেন। খেলায় “এ” টিম হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রংপুর বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুল আলম ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন। রানার্স আপ হয় জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোহন আহম্মেদ ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়। “বি” টিম হিসেবে খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তোফাজ্জল ও মাহি এবং রানার্স আপ হয়েছে ভবতোষ ও মনোয়ার। এছাড়াও তৃতীয় টিম হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাবিব ও তরিকুল এবং রানার্স আপ হয়েছে তিতাস ও কলি।
উক্ত খেলাটি শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ৩টি টিমকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও সকল খেলোয়ারকে মেডেল উপহার দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিধবা ও বয়স্ক ভাতা বাছাইকরণ সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামী মুশা মাষ্টার গ্রেফতার !

খানসামার সেই কুমারপাড়ায় দুর্গোৎসবের আমেজ নেই

আটোয়ারীতে বঙ্গমাতা শখে ফজলিাতুন্নছো মুজবিরে ৯৩ তম জন্মর্বাষকিী উদযাপতি

তেঁতুলিয়ায় সাড়ে চার বছরের সন্তানসহ নিখোঁজ গৃহিনী নির্জনা

বীরগঞ্জে নিখোঁজের ১৭ ঘণ্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

সেতাবগঞ্জ সহ দেশের ৬টি চিনিকলের কারখানা বন্ধের প্রতিবাদে বোচাগঞ্জে বিএনপি মানববন্ধন

পল্লীশ্রীর দিনব্যপী ফ্রি (গাইনী ও মেডিসিন) স্বাস্থ্য ক্যাম্প

ইএসডিও প্রসপারিটি প্রকল্পের সচেতনতার বার্তা নিয়ে বাড়ি বাড়ি উন্নয়ন কর্মীগন

বিভাগীয় লেখক পরিষদের দশকপূর্তি ও মোড়ক উন্মোচন