সোমবার , ১১ মার্চ ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় থেকে শুরু হল গ্রামে গ্রামে থিয়েটার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১১, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ থিয়েটারের দর্শন, চর্চা ও উপভোগের আনন্দ প্রান্তিক মানুষের ঘরে ঘরে পৌছে দেয়ার লক্ষ্যে গ্রামে গ্রামে থিয়েটার শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ। এই কর্মসূচিতে দেশ বিদেশের বিভিন্ন নাট্যদল বিভিন্ন গ্রামে মঞ্চনাটক প্রদর্শন করবে। গত শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার গীতালগছ তরুণ সমাজের নিবেদনের কর্মসূচির শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইঞা মুক্তা। উদ্বোধনী উনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক ও শিক্ষা ব্যক্তিত্ব ভজনপুর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল খালেক, ভূমিজের সভাপতি নাট্যকার নির্দেশক সরকার হায়দার, স্থানীয় তরুণ সমাজসেবী জিয়াউল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহসান হাবিব। এর আগে বিকেলে উম্মুক্ত মঞ্চে ‘অত:পর স্মার্ট বাংলাদেশ’ নামে একটি পথনাটক মঞ্চস্থ হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মোস্তাক আহমেদ। অভিনয় করেন ইভেন, বাঁধন, তানভির, সন্তোষ ও মনি। সন্ধ্যায় স্কুলের হলরুমে মঞ্চস্থ হয় দিনাজপুরের শতবর্ষী নাট্যদলের প্রযোজনা প্লেটোর দ্য ট্রায়াল এন্ড ডেথ অব সক্রেটেস অবলম্বনে মনোড্রামা ‘হেমলক’। নাটকটি রচনা, নির্দেশনা এবং অভিনয় করেছেন সম্বিত সাহা। এই নাটকটি প্রায় দুই শতাধিক সুধী সমাজ টিকেট কেটে উপভোগ করেন। আয়োজক নাট্যদল ভূমিজের সভাপতি সরকার হায়দার বলেন জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে নাটককে সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে হবে। এই কর্মসূচিতে নাট্য শিল্পীদের পেশাদারিত্বও গড়ে উঠবে। সমাজ পরিবর্তন, মানবিক হয়ে ওঠা এবং অভিনয় শিল্পীদের পেশাদারিত্ব সৃষ্টিতে মঞ্চনাটকের বিরাট শক্তি রয়েছে। তিনি আরও বলেন, এই কর্মসূচিতে পঞ্চগড় জেলা ও বাংলাদেশের বিভিন্ন গ্রামে মঞ্চনাটক আয়োজন করবে। দেশ বিদেশের বিভিন্ন নাট্যদল নাটক পরিবেশন করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে বলেই আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে -হুইপ ইকবালুর রহিম

জাহিদুর সভাপতি- জিয়া সম্পাদক পীরগঞ্জে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ট্রাঙ্কের ভিতর থেকে গাঁজা উদ্ধারসহ একজন আটক

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে

কাহারোলে সাব-রেজিস্ট্রী অফিসটি জরাজীর্ণ জীবনের ঝুঁকি নিয়ে চলছে সরকারি কার্যক্রম

ঠাকুরগাঁওয়ে পাউবো’র কাজে ব্যাপক অনিয়ম কাজ বন্ধ করলেন এলাকাবাসি !

ঘোড়াঘাট পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

বাজারের ময়লা পরিস্কার করা মামুন স্নাতকোত্তর এক ডিগ্রিধারী তরুণ!

দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমি ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চায় আকতার হোসেন

বিরল সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক