সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন করেছেন। আর প্রতিটি বাঙালির হৃদয়ে চির অ¤øান হয়ে থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধুর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বললেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোছা. নাসিমা বেগম, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুবসহ ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: নানা আয়োজনে দিনাজপুরে খানসামা উপজেলায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি মোজাহারুল ইসলাম, উপজলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর এরিয়া অফিস।
রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর এরিয়া ম্যানেজার মো. জাকেরুল ইসলাম এর নেতৃত্বে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সদর শাখার ব্যবস্থাপক মো. মোবারক হোসেন, এবিএম (হিসাব) মো. আব্দুল আলীম সহ এরিয়ার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি ও মুক্তিযোদ্ধা পাঠাগার
মার্চ রবিবার দিনাজপুর মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি ও মুক্তিযোদ্ধা পাঠাগারের যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের সভাপতি সাবেক মহিলা সংসদ সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে সদস্যরা পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবিনা সুলতানা, সহ-সাধারণ সম্পাদক আলী আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ সাহিদী, নির্বাহী সদস্য সুলেখা বেগম, সদস্য রমেশ চন্দ্র বিশ্বাস, গোপাল কুন্ডু এবং মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক এএফএম হারিসুল্লাহ, সাংষ্কৃতিক সম্পাদক মোঃ আহসান হাবীব প্রধান ও নির্বাহী সদস্য কাশী কুমার দাস ঝন্টু। সাবেক এমপি সুলতানা বুলবুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ৭ কোটি বাঙালীর ভালোবাসায় কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না। আজ জাতি তাকে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় বিজয়ী ১৮ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা জগদীশচন্দ্র, শিক্ষক মনোরঞ্জন মহন্ত প্রমুখ।
আলোচনার পূর্বে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।