কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নিদের্শনায় দিনাজপুরের কাহারোল উপজেলায় ও বিভিন্ন স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে। গতকাল সোমবার (৭জুলাই’২৫) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর এতিমখানা, পয়েশ বাগে জান্নাত এতিমখানা এবং উপজেলার তারগাঁও ইউনিয়নের হাটিয়ারী মাদ্রাসা ও ছাতইল ঢাকাইয়াপাড়া জামে মসজিদে পৃথক ভাবে বৃক্ষরোপন করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ১নং সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং দিনাজপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হবিবর রহমান হবি, সাধারণ সম্পাদক মোঃ হুসেন আলী, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসন রাজা, বীরগঞ্জ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাজাহান সিরাজ সিপন, কাহারোল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সহ সভাপতি ওবাইদুর রহমান ডাবলু প্রমুখ।