বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: আসন্ন আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বসে নেই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা। চেয়ারম্যান পদপ্রার্থীর পাশাপাশি তারাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ উপজেলায় ভাই চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন এবং শেষ মুহূর্তে নানা প্রতিশ্রুতির আশ্বাস দিচ্ছেন ভোটারদের। ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে নির্বাচিত বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়েম মিঞা(বই), বীরগঞ্জ উপজেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মো: মামুনুর রহমান ( উড়োজাহাজ), কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ও ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় (চশমা),পশু চিকিৎসক মো: রশিদুল ইসলাম ( টিউবওয়েল)। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মোহনপুর ইউপির সাবেক সংরক্ষিত আসনের মহিলা সদস্য আয়েশা আক্তার বৃষ্টি (কলস) প্রতীক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং শিবরামপুর ইউপির সংরক্ষিত আসনের সাবেক মহিলা সদস্য শাহনাজ পারভিন (ফুটবল ) প্রতীক ও উপজেলা মহিলা আওয়ামী লীগ দলীয় নেত্রী ও সাবেক পৌর মহিলা কাউন্সিলর অনিতা রানী রায় (হাঁস)প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান রবিন্দ্রবাথ গবিন বর্মন মৃত্যুবরণ করার পর উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ায় অল্প ভোটের ব্যবধানে মনোয়েম মিঞা বই প্রতীক নিয়ে নির্বাচিত হন। এবার প্রচার প্রচারণায় উড়োজাহাজ প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে মামুনুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়েশা আক্তার বৃষ্টি এগিয়ে রয়েছে।
এই উপজেলায় বীরগঞ্জ পৌরসভা ও ১১টি ইউনিয়ন মিলে মোট ভোটার রয়েছে ২ লাখ ৩০ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১লাখ ১৫ হাজার ৫৮৪ জন,ভোটার ও নারী ভোটার রয়েছে ১লাখ ১৪ হাজার ৫২৮ জন।
আগামী ২১ মে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। প্রতীক পাওয়ার আগে থেকেই প্রচার প্রচারণা থাকলেও বর্তমানে এ উপজেলাতে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে এবং ভোট উৎসবে পরিণত হবে বলে মনে করছেন ভোটারা।