বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামান রংপুর বিভাগীয় ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে ক্রেস্ট পেয়েছেন। সোমবার ১৮ জানুয়ারি বেলা ১১টায় রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০২০ সালের ডিসেম্বর মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। কোভিড’১৯ এর প্রাদুর্ভাবজনিত কারণে রেঞ্জ ডিআইজি মহোদয় অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত সভা অনুষ্ঠান করেন। সভায় অত্র রেঞ্জের গত ডিসেম্বর/২০২০ইং মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ডিসেম্বর মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং ক্রেস্ট ও সদনপত্র বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন। বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মোঃ আবু হাসনাত জামান ক্রেস্ট পেয়েছেন। উল্লেখ্য যে, এসআই আবু হাসনাত জামান গত ২২ মার্চ, ২০২০ ইং তারিখে বীরগঞ্জ থানায় যোগদান করেন। ইতিপূর্বে তিনি দিনাজপুরের ফুলবাড়ি, বিরামপুর থানা সহ বিভিন্ন থানায় সততা ও সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে এসেছেন। রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রংপুর রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) মোঃ আব্দুল লতিফ সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। সভা অনুষ্ঠানকালে অত্র রেঞ্জের ঠাকুরগাঁও জেলার পুলিশ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আরআরএফ, রংপুরের কমান্ড্যান্ট (এসপি) মোঃ মেহেদুল করিম, পিপিএম-সেবা, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার, লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরা, নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মাদ ইউসুফ আলী, গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামগণের সাথে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ ব্যাপারে এসআই মোঃ আবু হাসনাত জামান বলেন, আলহামদুলিল্লাহ, রংপুর রেঞ্জে আমি শ্রেষ্ঠ গ্রেফতারী ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হওয়ায় মাননীয় ডিআইজি রংপুর রেঞ্জ রংপুর মহোদয়, মাননীয় পুলিশ সুপার দিনাজপুর মহোদয় , অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল মহোদয়, অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা, দিনাজপুর মহোদয় সহ যারা আমাকে কাজে সহযোগীতা করছেন তাহাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।