আন্তর্জাতিক মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা “ইনার হুইল ক্লাব অব দিনাজপুর অফিস পরিদর্শন করেছেন সংস্থার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক ও সেক্রেটারি রোখসানা সিদ্দিক। গতকাল শহরের লিলির মোড় অফিসে পরিদর্শনে আসেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব দিনাজপুরের প্রেসিডেন্ট মিসেস নঈমা সুলতানা, সেক্রেটারী সোফিয়া ফারুক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-১ মালেকা পারভীন, ভাইস প্রেসিডেন্ট-২ ডা. মমতাজ বেগম পলি, সাবেক প্রেসিডেন্ট রাজিয়া হোসেন, ট্রেজারার রেজভীন শারমিনাজ ইসলাম, ক্লাব করেসপোন্ডেন্ট আরজুমান্দ ইসলাম, সম্পাদক লায়লা শামিমা, সদস্য খাদিজা আক্তার বীনা ও নাজমা মসির।
প্রসঙ্গত, ইনার হুইল ক্লাব একটি আন্তর্জাতিক মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন সুবিধাবঞ্চিত নারী শিশু নিয়ে কাজ করছে। আর ইনার হুইলের প্রথম মোটোই হচ্ছে বন্ধুত্ব। ফলে সারা বাংলাদেশেই যৌথভাবে সংগঠনটি কাজ করে থাকে। এছাড়াও নারী ও শিশুদের শিক্ষা, শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে।