বুধবার , ৫ জুন ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হারভেস্টার মেশিন এখন কৃষকের গলার কাঁটা !

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৫, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

কৃষি যান্ত্রিকীকরণ লক্ষ্যে সরকারের দেওযা ধান কাটা মেশিন এখন কৃষকের গলার কাঁটায় পরিণত হয়েছে। দিনাজপুর জেলায শতাধিক হারভেস্টার মেশিন বিভিন্ন যন্ত্রাংশের অভাবে নষ্ট হয়ে পড়ে আছে বলে অভিযোগ চাষিদের। যন্ত্রাংশের আকাশচুম্বী দামের কারণে তারা এই ভরা মৌসুমেও ঠিক করতে পারছেন না হারভেস্টার মেশিনগুলো। যে কারণে লোকসানে ওই কৃষকেরা। সরকারের ভর্তুকি দামে এসব হারভেস্টার মেশিন কৃষকদের প্রদান করা হলেও, দায এড়িয়ে যাচ্ছে স্থানীয কৃষি অফিস।
কৃষকদের দাবি, অনেক কষ্ট করে এসব হারভেস্টার মেশিন ক্রয করেছেন তারা। এক থেকে দুই বছর যেতে না যেতেই শুরু হয়েছে যান্ত্রিক ত্রুটি। বিভিন্ন যন্ত্রাংশ উচ্চমূল্য হওযায সহজেই কিনতে পারছেন না তারা। আবার কষ্ট করে কিনে ধান কাটা মেশিনগুলো কোনোরকম চালু করলেও তা স্থাযী হচ্ছে না। যে কারণে দিনাজপুর জেলায শতাধিক হারভেস্টার মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। কৃষকরা এ বিষয়ে লিখিত ও মৌখিকভাবে একাধিকবার স্থানীয কৃষি অফিসে অভিযোগ দিলেও এসব হারভেস্টার মেশিন মেরামতের জন্য কোন সুরাহা হযনি। মেকানিক্সের অভাবে অনেকে পড়েছে বডলোকসানের মুখে।
জেলার বোচাগঞ্জ উপজেলার কৃষাণী জীবন নেহার বলেন, কৃষি যান্ত্রিকীকরণ লক্ষ্যে সরকারের দেওযা ধান কাটা মেশিন এখন আমার গলার কাঁটা। জমানো ৫ লাখ টাকা আর এনজিও থেকে লোন নিয়ে গতবছর একটি ধান কাটা কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষি অফিস থেকে ক্রয় করি। এক বছরের মাথায় নষ্ট হয়ে পড়ে রয়েছে। এই মেশিনের যন্ত্রাংশের দাম খুব বেশি। নাম দিয়ে কেনার পরেও বেশিদিন টিকে না, আবার নষ্ট হয়ে যায। এখন এমন অবস্থা যে এনজিওর লোন শোধ করব না গাড়ির যন্ত্রাংশ ঠিক করব।
দিনাজপুর সদর উপজেলার কৃষক রহমতুল­াহ বলেন, লাভের আশায় সরকারে দেওয়া ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশি কিনে যন্ত্রণার মধ্যে আছি। এ মেশিনের একটার পর একটা পার্টস নষ্ট। আবার যন্ত্রণা করে লাগালে কিছুদিন চলার পরে নষ্ট হয়ে যায়। এ মেশিনের যন্ত্রাংশের দাম খুব বেশি। এর যন্ত্রাংশ বাজারে পাওযা যায না অর্ডার দিয়ে নিয়ে আসতে হয। ধানের ভরা মৌসুম, কিন্তু মেশিন দিয়ে ধান কাটতে পারছি না।
জেলার বীরগঞ্জ উপজেলা কৃষক আবুল হোসেন বলেন, অর্ধেক মূল্য দিয়ে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কিনেছি আর অর্ধেক মূল্য সরকার ভর্তুকি দিয়েছে। কিন্তু এ ধানকাটা মেশিনের এত সমস্যা হয়, এর যন্ত্রাংশ পাওযা যায না বাজারে। অর্ডার দিয়ে যন্ত্রাংশ কিনে আনলে আবার মেকানিক্স পাওযা যায না। কৃষি অফিসে যোগাযোগ করলে তারাও এর কোনো সমাধান দিতে পারে না।
দিনাজপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান বলেন, কৃষি যান্ত্রিকীকরণ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ভর্তুকি মূল্যে দিনাজপুর জেলায পাঁচ শতাধিক হারভেস্টার মেশিন রয়েছে। হারভেস্টার মেশিনগুলো নষ্ট হয়ে পড়ে আছে। এ বিষয়ে কৃষকরা কোনো অভিযোগ করেনি। হারভেস্টার মেশিন নষ্টের দায কৃষি অফিসের নেই বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় সিরাজুল ইসলামকে অটোরিক্সা প্রদান

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে চড়ম দূর্ভোগ পোহাচ্ছে তেঁতুলিয়ার মানুষ

হরতাল-অবরোধের প্রতিবাদে রুহিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের ছাত্রসমাজের মিছিল বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২ জন

নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জায় ডোবাল টাইগাররা

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই ২২টি ঘড়বাড়ি

দিনাজপুরে জাসদের মশাল মিছিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী পালিত

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে ১৪টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু হস্তান্তর

বোচাগঞ্জ ইউএনও’র তদারকিতে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত

কাহারোলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়