সোমবার , ১ জুলাই ২০২৪ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার ( ২৯ জুন) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু খেলোয়ারদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন এবং টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম মোর্শেদ (মানিক),সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মাসুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন, গণমাধ্যমকর্মী , বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, এ টুর্নামেন্ট হতেই একদিন দেশের জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনবে, এমন ফুটবলার তৈরী হবে আশা করি। উপজেলা শিক্ষা অফিসার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ের একটি করে বালক ও বালিকা দল নিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিদ্যালয় ও ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে আজ ছয় ইউনিয়ন চ্যাম্পিয়ান মোট ১২ টি দল নিয়ে উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়। উদ্বোধনী খেলায় (রাধানগর ইউনিয়ন -বালক দল) আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ – ০ গোলে (মির্জাপুর ইউনিয়ন-বালক দল) পানবারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে( রাধানগর ইউনিয়ন-বালিকা দল) রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ – ০ গোলে ( মির্জাপুর ইউনিয়ন- বালিকা দল) বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। সূত্র জানায়, ৩০ জুন টুর্নামেন্টের সেমিফাইনাল এবং পহেলা জুলাই টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দর্শক ছাড়াই আবারো শুটিং রাণীশংকৈলে-ইত্যাদি অনুষ্ঠানে ভাঙচুর শুটিং স্থগিত

হরিপুরে পরোয়ানাভূক্ত ৬ পলাতক আসামি গ্রেফতার

রাণীশংকৈলে মাঠ দিবস

ফুলবাড়ীতে অগ্রণী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

পীরগঞ্জে অন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বীরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে জামায়াতের সমাবেশ ও মিছিল

খানসামায় ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্টের দুগ্ধ ক্রয় কেন্দ্র উদ্বোধন

পল্লীশ্রী নারী ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের উদ্যোগে তৃণমূল পর্যায় ৫ জন নারীকে সম্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ে সুগার মিলস রোপা প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখের অধিক ফলন উৎপাদন বিষয়ে মাঠ দিবস।