বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে সেটেলমেন্ট অফিসে ভূয়া ব্যাঞ্চ কালার্ক আটক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২৮, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা :
ঠাকুরগাঁও জেলার হরিপুর সেটেলমেন্ট অফিসে ভূয়া ব্যাঞ্চ কালার্ক কর্মচারী আটক। ভুক্তভোগীরা ইতিমধ্যে গত ২২-৮-২০২৪ ইং তারিখে দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন এবং বিভিন্ন দপ্তরের ঘুষ দূর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ সহ স্মারকলিপি প্রদান করেন।
সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হরিপুরের দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো,সেলিম রেজা তালুকদার ও সাধারণ সম্পাদক মো দেলোয়ার হোসেন মানিক ও নির্বাহী সদস্য, মো,আনোয়ার হোসেন, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত ছাত্র নেতা মো,সুমন দুলাল পারভেজ , আসিফ সহ হরিপুর সেটেলমেন্ট অফিসে যায়। সহকারী সেটেলমেন্ট অফিসে এজলাসে বসে ই,বি,টি, রুলস ১৯৫৫ এর ৩০ বিধির মতে আপত্তি নিষ্পত্তির শুনানির নোটিশ কাজ করছিলেন। আপত্তি নিষ্পত্তি আদালতে দাপ্তরিক গোপনীয়তা কাজ করছিলেন, এসময় বীর মুক্তিযোদ্ধা মো,সেলিম তালুকদার দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এজলাসে চেয়ার বসা ব্যক্তি মো,শরিফুল ইসলামকে প্রথমে জিজ্ঞেস করেন, সহকারী সেটেলমেন্ট অফিসার কে এবং তিনি উত্তরে বলেন সহকারী সেটেলমেন্ট অফিসার নেই। দূর্নীতির দমন কমিটির সভাপতি মো,শরিফুল ইসলাম কে জিজ্ঞেস করেন তিনি কে ? তিনি উত্তর দিলেন ডাটা এন্টি কর্মচারী।দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আবারও জিজ্ঞেস করলেন আপনি তাহলে এজলাসে বসে কেন? তার কথাবার্তা ও পরিচয় পত্র সব অমিল এবং কোন নিয়োগ প্রাপ্ত না হওয়ায় এজলাসে বসে ই,বি, টি রুলস ১৯৫৫ এর ৩০ বিধির কাজ করছে যাহা আইনের পরিপন্থী। একজন্য তাকে ডেকে নিয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আরিফুজ্জামান নিকট হাজির করেন এবং সেখানে তিনি সকল কিছুর দোষ স্বীকার করে তার ভুল হয়েছে অভিমত ব্যক্ত করেন । এরকম গর্হিত কাজ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আরিফুজ্জামান সহকারী সেটেলমেন্ট অফিসারকে মুঠোফোন বলেন,তিনি কেন, কোন সরকারি বিধিমালায় নিয়োগ না হয়েও দাপ্তরিক কাজ করছেন। তিনি কোন সঠিকভাবে দিতে পারেনি। দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি দূর্নীতি দমন উপ পরিচালকের পরামর্শ নিয়ে ভূয়া কর্মচারী বিরুদ্ধে থানা লিখিত অভিযোগ দায়ের করেন।।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপুর অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তি মো,শরিফুল ইসলাম পিতা,আজমত উল্লাহ সাং উত্তর গোবিন্দপুর,থানা, কোতোয়ালি, জেলা,দিনাজপুর এর বিরুদ্ধে মামলা রুজু কোর্টে প্রেরণ করেন।

ভূয়া কর্মচারী মাধ্যমে সহকারী সেটেলমেন্ট অফিসার নিজে ভূয়া ডাটা এন্টি কর্মচারী নিয়োগ দিয়ে এর লক্ষ লক্ষ ঘুষ লেনদেন করতো। এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মানববন্ধনও করে। এই সহকারী সেটেলমেন্ট অফিসার মো,আসাদুজ্জামান ও তার সহযোগী মো,শরিফুল ইসলামের বিরুদ্ধে হাজারো দূর্নীতির অভিযোগ রয়েছে। এলাকার ভুক্তভোগীদের দাবি এই ভূমি খেকো আসাদুজ্জামান ও তার সহযোগীর শরিফুল ইসলাম এর কঠোর শাস্তি দাবি জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এ সরকার ডাকাতের সরকারে পরিনত হয়েছে — ঠাকুরগাঁওয়ে বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্যে বলেন– মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সদরের ২০ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান

ঘোড়াঘাটে বিনোদন পার্কের নৈশ্য  প্রহরীর লাশ উদ্ধার

ঘোড়াঘাটে বিনোদন পার্কের নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা বাড়ছে  শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা

বোদায় আনসার ও ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপন

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে ৬দিন আমদানি রপ্তানি বন্ধ

কাহারোলে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

যত্রতত্র ভাবে গড়ে উঠা অটো মিলের ছাই ও ধুলোবালুতে অতিষ্ঠ সেতাবগঞ্জ পৌরবাসী

বীরগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয়ে সামনে কেক কেটে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত