কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ কমিটির
সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শুক্রবার (৫ অক্টোবর’২৪)
বিকাল সাড়ে ৪টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কাহারোল
উপজেলা শাখার আয়োজনে শারদীয় দূর্গাপূজা-২৪ উদযাপন কমিটির সাথে এক মতবিনিময় সভা বাংলাদেশ হিন্দু,
বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কাহারোল উপজেলা শাখার সভাপতি নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্তে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব রাখেন বাংলাদেশ জাতীয়তবাদী কষক দলের কেন্দ্রী কমিটির ১নং
সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: মনজুরুল ইসলাম। আলোচনায় প্রধান আলোচক হিসাবে বক্তব
রাখেন জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা
বাদশা । বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-কষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক প্রভাষক মো: শামীম আলী ও জেলা বিএনপির সদস্য মো: আবুল হোসেন রাজা । মতবিনিময় সভায়
অন্যদের মধ্যে বক্তব রাখেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো: আমিনুল ইসলাম বাহার বাংলাদেশ হিন্দু,
বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কাহারোল উপজেলা শাখার সাধারন সম্পাদক নিরোদ চন্দ্র রায়, মিজানুর রহমান,
বিএনপির নেতা মো: আনারুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতবৃন্দ।