মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীণ সাংবাদিক মোঃ শাহীনুর ইসলাম শাহীন (৫১) আর নেই। ৭ অক্টোবর সকালে অসুস্থতাজনিত কারনে নিজ বাড়ি উপজেলার গোয়ালদীঘিতে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। পেশাগত জীবনে সাংবাদিক শাহীন প্রথম আলো, বাংলাদেশ সময়, দাবানল, অবজারভার সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। তিনি একজন নির্ভিক সংবাদকর্মী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে সন্তান সহ অনেক শুভাকাংখী রেখে যান। প্রবীণ এ সংবাদকর্মীর মৃত্যুতে আটোয়ারী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশের পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।