বিরল(পঞ্চগড়) প্রতিনিধিঃ বিরলে অবৈধ ১০চাকার ড্রাম ট্রাকের অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে ঘুমন্ত এলাকাবাসীসহ সাধারণ পথচারীরা। সারারাতব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামসহ পৌরশহর এলাকায় দ্রæত গতিতে ছুটেচলা এই বাহনটির ভাইবারেশনে পথেরধারের ঘর-বাড়ীর ঘুমন্ত মানুষ ভূমিকম্প আতঙ্কে ঘুম থেকে জেগে উঠছে। আবার দিনেরবেলাসহ রাতে দ্রæত গতিতে এই ভারীবাহনটি ছুটে চলায় অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীরা। অপরদিকে, রুট পারমিট না থাকার কারণে ২টি ড্রাম ট্রাক আটক করে ট্রাকের মালিকের বিরুদ্ধে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার মধ্যরাতে বিরল পৌরশহরের বকুলতলা মোড়ে অভার লোডেড বালু ভর্তি অবৈধ ড্রাম ট্রাকের রুট পারমিট না থাকায় এবং চালক (ড্রাইভার) এর নিকট প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে কাগজপত্র প্রদর্শন করতে অপারগ হওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭৭ ধারায় ২০হাজার টাকা করে দুই গাড়িতে মোট ৪০হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।