বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ “মুজিব শতবর্ষের অঙ্গীকার সুরক্ষিত হবে মানবাধিকার “এই প্রতিপাদ্য বিষয়ক সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে পল্লীশ্রী কর্তৃক আয়োজিত মুজিব জন্মশতবর্ষ ও উপজেলা ভিত্তিক বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ -২০২১(বুধবার ) দুপুরে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর সরকারি বালিকা বিদ্যালয় শ্রেণি কক্ষে পল্লীশ্রী কর্তৃর নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টির প্রকল্পের আওতায় ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড- জার্মানীর সহযোগিতায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ও উপজেলা ভিত্তিক বার্ষিক সমন্বয় সভায় পল্লীশ্রী প্রোগ্রাম অফিসার মোছা: শাহীন আকতার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য চঞ্চলা শর্মা, ইউপি সদস্য আজেদা, ইউপি সদস্য সত্য রঞ্জন রায়, সাংবাদিক বিকাশ ঘোষ,ঝাকুয়া পাড়া আদর্শ গ্রামের কামিনী রায়,মানতা রানী, গোবিন্দ পাড়া আদর্শ গ্রামের আরিফা, আনোয়ারা, ঘোড়াবান্দ আদর্শ গ্রামের লাইলি বেগম, নারী ক্লাব রংধনু সুজালপুর কুমারপাড়া পৌর এলাকার সপ্না,মুক্তি প্রমুখ । এসময় মোহাম্মদপুর ইউনিয়নের মধুমতি চকপাইক পাড়া নারী ক্লাবের সদস্য রেখা কর্মকার, লক্ষী কর্মকার, বর্ননা, সবুজ নারী ক্লাবের কুমকুম, সস্তিসকা বসাক,পপি কর্মকার, রসুলপুর দেবনাথ পাড়া কেয়া নারী ক্লাবের বিনা দেবনাথ, দিপ্তি দেবনাথ সহ নারী ক্লাবের অন্যান্য সদস্যগন, কিশোর- কিশোরী ও স্থানীয় সাংবাদিক আব্দুল জলিল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পল্লীশ্রী প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সৈয়দ আলী।