বিরল (দিনাজপুর) প্রতিনিধি \দিনাজপুর বিরল পৌরসভায় প্রতি বছরের ন্যায় বিসিই ফ্রেন্ড সার্কেল এর উদ্যোগে এবারো ৫০০ জন রোজাদারদের মাঝে ইফতারির প্যাকেট বিতরণ করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রতিবছরের মত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ভ্রাম্যমান অটো রিক্সা, কর্মজীবী, পথচারী, ভ্যান চালক ও যাত্রীদের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ ও সার্কেলের সকল বন্ধুরা মিলে (ফ্রেন্ড সার্কেল) একত্রে ইফতার করে।
এমন একটি মহৎ কাজের জন্য স্থানীয় লোকজন, গণ্যমান্য ব্যক্তিরাও এই ফ্রেন্ড সার্কেলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া এই ফ্রেন্ড সার্কেল গত ৩/৪ বছর ধরে যেহেতু বিরলের বিভিন্ন সামাজিক কার্যক্রম গুলোতে বিভিন্নভাবে অংশগ্রহণ করেন, সেহেতু এই কাজগুলো কে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা গত ২০১৩ সালের তৈরি করা বিরল সমাজ কল্যাণ সংঘকে ভেঙ্গে নতুন একটি সংগঠন তৈরী করে যার নাম বিরলের আলো।