মনোজ রায় হিরু, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও (অ:দা:) মোঃ শাহরিয়ার নজির এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা শুরু হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবির, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায়, প্রকৌশলী মোঃ ফয়সাল, কৃষি অফিসার মোঃ মোস্তাক আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মোঃ আঃ সামাদ আজাদ, আবু জাহেদ, মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও আবু তাহের দুলাল, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য মোঃ আব্দুল্যাহেল বাকী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ খাদেমুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু সহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, পবিত্র মাহে রমজান চলমান থাকায় সরকারী নির্দেশনা অনুসারে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী চুরান্ত করা হয়। #