পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। গতকাল শুক্রবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এ সময় জেলা প্রশাসক মো. সাবেত আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকল শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখায়। বিকেলে সরকারি অডিটোরিয়াম চত্বরে সপ্তাহব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা উদ্বোধন করা হয়। রাতে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।